![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলে ভিতরে গড়ে তোলা অবৈধ কয়লা কারখানায়
ভ্রাম্যমান আদালত অভিযানে ৩ জনকে ৬ লক্ষ টাকা জরিমানা। গত সোমবার (২৫ জুলাই) বিকালে কয়লা কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিম। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ৭(৩) এর (আ,ই) ধারা ভংগের কারণে ১৫ ধারায় ৩ জনকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন লাল মিয়া(৫০) , মাসুদুর রহমান (৪৫) ও জনাব হেলাল উদ্দিন (৪০)। তাদের প্রত্যেককে ২ লক্ষ করে মোট ০৬ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয় এবং অভিযুক্তগণকে ০৩(তিন) কার্যদিবসের মধ্যে ০৮টি চিমনি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিম জানান স্থানীয় মেম্বার ইউসুফ আলীর জিম্মায় বর্তমানে আটটি চিমনি, জ্বালানি কাঠ ও কয়লা রাখা আছে। পরিবেশের জন্য ক্ষতিকর পদ্ধতিতে উৎপাদিত এ কয়লা নিকটবর্তী ব্যাটারি রিইউজ কারখানায় ব্যবহার করা হতো মর্মে অভিযুক্তগণ জানিয়েছেন।