
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার পুরাতন বাজারের সীমান্ত কমপ্লেক্স সংলগ্ন মার্কেটে বুধবার বিকেলে লাগা আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা পাওয়া যায়। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা পৌণে পাঁচটার দিকে টিনশেডের একটি মার্কেটে আগুন লাগে। আগুনে দু’টি রড সিমেন্টের দোকান, একটি ফুলের দোকান ও একটি এসএস পাইপের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুল আল খালিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসএস পাইপের দোকানে ঝালাইয়ের কাজ করা হয় বলে সেখান থেকে বৈদ্যুতিক সট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যবসায়িরা তাদের ক্ষতির পরিমাণের কথা বলেছেন। তবে তদন্ত না করে আনুমানিক ক্ষতির কথা বলা যাচ্ছে না।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পড়েছেনঃ ৯৫