
ডেস্ক রিপোর্টঃ মাতৃকালয়ের নিয়মিত ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মসুচির অংশ হিসেবে ৯ ডিসেম্বর শুক্রবার দক্ষিণ ভূর্ষি সরকারী উচ্চ বিদ্যালয়ে ‘ক্যান্সার বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠান হয়। মাতৃকালয়ের এই ক্যাম্পে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি এবং জেলা পরিষদ চট্টগ্রাম এর মহিলা সদস্য ফারজানা আফরিন জিনিয়া।
সংগঠনের সভাপতি জয়াশীষ দাশের স্বাগত বক্তবের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী মো. সালাউদ্দিন, সংঠনের উপদেষ্টা দেবাশিষ দাশ, স্কুলের প্রধাণ শিক্ষক শরণ কান্তি শীল, সুবনা দাশ,এবং বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে ছিলেন চমেক গাইনী বিভাগের অধ্যাপক ডা. কামরুন নেসা বেগম (রোজী) এবং রেডিওথেরাপি ও ক্যান্সার বিভাগের মেডিকেল অফিসার ডা. সাজিদ কুমার দাশ।
অথিতি বরন করেন সাধারন সম্পাদক শুভাশিষ দাশ, কনিকা দাশ, দেবীকা দাশ। উদ্ভোধক ফারজানা আফরিন জিনিয়া মাতৃকালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্যান্সার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। পরে অধ্যাপক ডাক্তার কামরুন নেসা বেগম (রোজী) মহিলাদের স্তন এবং জড়ায়ুমুখ ক্যান্সার বিষয়ে এবং ডা, সাজিদ কুমার দাশ পুরুষের মুখগহবর এবং ফুসফুসের ক্যান্সার নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশান উপস্থাপন করেন এবং উপস্থিত জন সাধারনের ব্যাক্তিগত সমস্যার কথা শুনেন ও প্রতিকারের ব্যাবস্থা করেন।
অনুষ্ঠান পরিচলনা করেন মাতৃকালয়ের সমন্বয়কারী অনির্বাণ ভট্টাচার্য্য। মাতৃকালয়ের স্বপ্নদ্রষ্টা জয়াশীষ দাশ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ক্যান্সার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন।এই আয়োজনে সাবিক সহযোগিতা করেন দক্ষিণ ভুষি সবুজ সংঘ ক্লাব