ডেস্ক রিপোর্টঃ একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে সকল ধরণের কার্যক্রম গ্রহণ করেছে। ৯ মার্চ লেডিস ক্লাব, চট্টগ্রাম এ অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৯টি পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ২৪৮৪ জন ভোটারের মধ্যে ১৯৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আজ নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত সিএন্ডএফ এজেন্টস্ধসঢ়; এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪) এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি সকলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সম্মানিত ভোটার, নির্বাচনের প্রার্র্থীবৃন্দ, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন তাঁদের সুযোগ্য নেতৃত্বে এসোসিয়েশন আরো সমৃদ্ধ হবে এবং সদস্যদের কল্যাণে তাঁরা নিরন্তর কাজ করে যাবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ শরীফ ও আলহাজ্ব মোঃ আবদুন নুর। বিদায়ী সভাপতি এ কে এম আকতার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) তাঁদের বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী, নির্বাচন কমিশনারবৃন্দ ও বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ৪ (চার) শতাধিক সিএন্ডএফ সদস্য উপস্থিত ছিলেন।