পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কবি-সাহিত্যিকদের মিলন মেলা, আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টায় পত্নীতলা উপজেলা কবি পরিষদের আয়োজনে ও কে.বি টিভি সৌজন্য উপজেলার খিরশীন এস.কে উচ্চ বিদ্যালয়ের বিজয় মঞ্চে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বি.এস.এ মোঃ হুমায়ন কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘোষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
পত্নীতলা কবি পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ গুলজার রহমানের সার্বিক সহযোগিতায় ও পত্নীতলা কবি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন রাজশাহী বেতারের আবৃতিকার সাদিয়া আরেফিন।
এসময় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক খসরু চৌধুরী, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, নওগাঁ জেলা ‘ল’ বারের সাবেক সভাপতি ও পিপি অ্যাড. মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি হাসান শাহরিয়ার পল্লব, কবি আবু হোসেন বাবু, কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক সানাউল হোসাইন, খিরশীন এস.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মোরশেদ আলম, খিরশীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, রসুলপুর উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান (রানা), বিশিষ্ট সমাজসেবক মোরশেদ আলম, স্থানীয় ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান (মিল্টন) প্রমুখ।
এসময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হতে আগত অর্ধশতাধিক কবি-সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ করেন।বক্তারা বলেন, ‘সাহিত্য চর্চার মাধ্যমে সমাজ হতে অপরাধ ও দুর্নীতিমুক্ত করণে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাই সাহিত্য চর্চার বিকল্প নাই।’
পড়েছেনঃ ৮০