পত্নীতলায় কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  পত্নীতলায় মঙ্গলবার বিকেলে চলতি মওসুমের খরিপ ১ কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ এবং একটি ধান মারাইকল বিতরণ করা  হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।  বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার,  আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান  আব্দুল আহাদ প্রমূখ।
উল্লেখ্য কর্মসূচিতে ১ হাজার ৫শ কৃষকের প্রত্যেককে ৫কেজি ধান বীজ ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়। এসময়  একটি ধান মাড়াইকল বিতরণ করা হয়।