
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জুন ) সকাল ১০ টা থেকে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ( ভারপ্রাপ্ত ) কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ্, উপজেলা মৎস কর্মকর্তা মো: আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মোহাইমিনুল ইসলাম প্রমূখ। এ সময় পত্নীতলা উপজেলার বাছাইকৃত ৫০ জন কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবার প্রশিক্ষণ দেওয়া হয়।